মঙ্গলবার, ৯ জুন, ২০২০ ০০:০০ টা

এক পলক

মতবিনিময় সভা

নোয়াখালী জেলা শহর মাইজদী ও সদর উপজেলায় লকডাউন কঠিনভাবে বাস্তবায়নের লক্ষ্যে গতকাল ইউনিয়ন চেয়ারম্যান ও ব্যবসায়ীদের সঙ্গে বিনিময় সভা হয়। সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী (নোয়াখালী-০৪) সভায় প্রধান অতিথি ছিলেন।

সদর উপজেলা চেয়ারম্যান একেএম শামসুদ্দিন জেহানের সভাপতিত্বে বক্তৃতা করেন- ইউএনও আরিফুল ইসলাম সরদার, ডাক্তার মাহবুবুর রহমান প্রমুখ। -নোয়াখালী প্রতিনিধি

পিসিআর ল্যাব দাবি

ঠাকুরগাঁওয়ে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। ঠাকুরগাঁওবাসীর ব্যানারে গতকাল দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তৃতা করেন মনসুর আলী, নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো, বেলাল হোসেন, ওবায়দুল্লাহ মাসুদ, রেজওয়ানুল হক রিজু প্রমুখ।

-ঠাকুরগাঁও প্রতিনিধি

ধর্ষণ ও হত্যা মামলার আসামি গ্রেফতার

চাঁদপুরের হাইমচরে শিশু মারজান ধর্ষণ ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সেলিম বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ। আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে গত রবিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে পুলিশ সেলিমকে আটক করে। পুলিশ সেলিমকে সাতদিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। -চাঁদপুর প্রতিনিধি

মাছের সঙ্গে শত্রুতা

ভালুকায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ফিশারিতে বিষ ঢেলে ১০ লাখ পোনা মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত শনিবার উপজেলার উত্তর রাংচাপড়া গ্রামে। এ ঘটনায় ফিশারির কেয়ারটেকার আশরাফ উদ্দিন আশু থানায় অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় শফিকুল ইসলাম পুকুর খনন করে মাছের চাষ করে আসছেন। ওই জমি নিয়ে সাজ্জাদ হোসেনের বিরোধ চলছিলো। -ভালুকা প্রতিনিধি

নৈশপ্রহরীকে কুপিয়ে জখম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঝাড়কাটা  বালিকা উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী ও রুকনাই গ্রামের খোকা প্রামাণিককে দুর্বৃত্তরা কুপিয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। খোকার ভাতিজা রায়হানুল করিম বিজয় জানান, পূর্ব বিরোধের জেরে গত শনিবার রাতে খোকা স্কুলে দায়িত্ব পালনকালে দুর্বৃত্তরা দা, শাবল লাঠিসোঁটা নিয়ে হামলা করে।

-মাদারগঞ্জ প্রতিনিধি

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর