শিরোনাম
বুধবার, ১০ জুন, ২০২০ ০০:০০ টা

পানিতে ডুবে চার শিশুর প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

পানিতে ডুবে চার শিশুর প্রাণহানি

চার জেলায় পানিতে ডুবে চার শিশু প্রাণ হারিয়েছে। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে ডাকাতিয়া নদী পারাপার হতে গিয়ে হালিমা আক্তার (১৩) ও লামিয়া আক্তার (৫) নামে দুই শিশু শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যু হয়েছে। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। নিহত হালিমা উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের সর্দার বাড়ির হারুন সর্দারের মেয়ে ও চরলক্ষ্মী জনতা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। অপর শিশু নিহত লামিয়া একই এলাকার আখন বাড়ির আব্দুল কাদের আখনের মেয়ে ও শিশু শ্রেণির ছাত্রী।

নাটোর :  গুরুদাসপুরে বাড়ির আঙ্গিনার পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশু লোহানের মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১ ঘটিকায় উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চরকাদহ গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মো. আনারুল ইসলামের ছেলে।

নেত্রকোনা : কলমাকান্দায় বাড়ির সামনে পুকুরে পড়ে গিয়ে মাহমুদউল্লাহ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার পোগলা ইউনিয়নের কুতিগাঁও গ্রামে মায়ের রান্না করার সময় শিশুটি পুকুরে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। বগুড়ায় বৃদ্ধার মৃত্যু : সোনাতলায় পানিতে ডুবে মনু বেওয়া (৭০) নামের এক বৃদ্ধা মারা গেছেন। তিনি উপজেলার দিগদাইড় ইউনিয়নের লোহাগড়া আটাপাড়া গ্রামের বাসিন্দা।

সর্বশেষ খবর