বুধবার, ১০ জুন, ২০২০ ০০:০০ টা

নালিতাবাড়ীতে দুর্ভোগে ১০ হাজার বিদ্যুৎ গ্রাহক

নালিতাবাড়ী প্রতিনিধি

নালিতাবাড়ীতে দুর্ভোগে ১০ হাজার বিদ্যুৎ গ্রাহক

শেরপুরের নালিতাবাড়ীতে পাওয়ার স্টেশনের দুটি ট্রান্সফরমারের মধ্যে একটি প্রায় ১৪ দিন ধরে বিকল হওয়ায় দুর্ভোগে পড়েছেন প্রায় ১০ হাজার বিদ্যুৎ গ্রাহক। আবাসিক প্রকৌশলীর অফিস সূত্রে জানা গেছে, নালিতাবাড়ীতে বাণিজ্যিক ও আবাসিকসহ প্রায় ১০ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছে। এতে উপজেলায় বিদ্যুতের চাহিদা বিদ্যমান ৬ মেগাওয়াট। দুটি ট্রান্সফরমারের মাধ্যমে ১০ হাজার গ্রাহকের চাহিদা পূরণ করে আসছে। কিন্ত রমজান মাসে ঈদের আগের দিন রাত  পৌনে দুটার সময় ঝড়ের প্রভাবে দুটি ট্রান্সফরমারের মধ্যে একটি হঠাৎ বিকল হয়ে যায়। এরপর থেকেই একটি ট্রান্সফরমারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের কাজ চলতে থাকে। এতে মোট চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিদ্যুৎ সুবিধাভোগীদের। অবশেষে গত ২ জুন রাতে একটি ট্রান্সফরমার এসেছে। এখন ট্রান্সফরমারটি স্থাপনের কাজও শেষ পর্যায়ে। সহকারী আবাসিক প্রকৌশলী মো. গুলজার হোসেন বলেন, নতুন ট্রান্সফরমারটি প্রতিস্থাপন করা হয়েছে।

সর্বশেষ খবর