বুধবার, ১০ জুন, ২০২০ ০০:০০ টা

ধান কেনায় দুর্নীতি!

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা সদরের সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে বোরো ধান কেনা অভিযানে ব্যাপক দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলামের কাছে স্থানীয় কয়েক কৃষকের দেওয়া অভিযোগে জানা গেছে এ তথ্য। অভিযোগে উল্লেখ, খাদ্য বিভাগের অধীনে খালিয়াজুরী সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে ১ হাজার ৪০ টাকা মণ দরে বোরো ধান কেনা অভিযান চলছে। কিন্তু এখানে ভালো দাম থাকলেও কৃষকের প্রতিটন ধান বিক্রিতে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বীপায়ন দত্ত মজুমদারকে দিতে হচ্ছে ১ হাজার টাকা করে উৎকোচ। এ উৎকোচ তিনি নিচ্ছেন গুদামের লেবার সর্দার খোকন চন্দের মাধ্যমে। এ ব্যাপারে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বীপায়ন দত্ত বলেন, ১৭৩৯ মেট্রিক টন ধান কেনার ওই অভিযানে ইতিমধ্যে ১৭০ মেট্রিক টন ধান তিনি কিনেছেন। এ ধান কেনায় ১ টাকাও উৎকোচ নেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। লেবার সর্দার খোকন চন্দ বলেন, তিনিও কারও কাছ থেকে কারোর জন্যেই উৎকোচের টাকা আদান-প্রদান করেননি।

ইউএনও আরিফুল ইসলাম জানান, দু-তিন দিন পূর্বে ওই অভিযোগটি তিনি পেয়েছেন। দ্রুতই অভিযুক্ত ও অভিযোগকারীদের ডেকে বিষয়টির তদন্ত করবেন বলেও জানান তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর