বুধবার, ১০ জুন, ২০২০ ০০:০০ টা

গ্রামাঞ্চলের অধিকাংশ রাস্তা এখন চাতাল

পাকা-কাঁচা রাস্তাগুলো এখন ধান-খড়সহ মৌসুমী ফসল শুকানোর চাতালে পরিণত হয়েছে। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা

দিনাজপুর প্রতিনিধি

গ্রামাঞ্চলের অধিকাংশ রাস্তা এখন চাতাল

এভাবে প্রতিদিন সড়কে শুকানো হচ্ছে ধান -বাংলাদেশ প্রতিদিন

দিনাজপুরের খানসামা, বিরল, কাহারোলসহ বিভিন্ন উপজেলার গ্রামাঞ্চলের অধিকাংশ পাকা-কাঁচা রাস্তাগুলো এখন ধান-খড়সহ মৌসুমি ফসল শুকানোর চাতালে পরিণত হয়েছে। ফলে বেড়েছে সড়ক ছোট-বড় সড়ক দুর্ঘটনা।

সরেজমিনে দেখা যায়, খানসামা উপজেলার অধিকাংশ পাকা-কাঁচা রাস্তাগুলোতে ধান-খড়, ভুট্টাসহ মৌসুমী ফসল শুকানো হচ্ছে এতে চাষিরা উপকৃত হলেও বিপাকে পড়ছে চলাচলকারীরা। কেননা ধানের খড় ও ভুট্টা অতি পিচ্ছিল তাই সামান্য কারণে যানবাহন পিছলে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এমনকি ধানের খড়ের উপর ব্রেক করলে যে কোনো ধরনের যানবাহনের ব্রেক অকেজো হয়ে যায়। এই সমস্যা হওয়ায় মোটরসাইকেল, ভ্যান ও সাইকেল চালকদের পক্ষে যানবাহন চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ অবস্থা অন্যান্য উপজেলার গ্রামাঞ্চলের রাস্তাগুলো। এদিকে রাস্তায় ফসল মাড়াই এবং শুকানোর কাজে নিয়োজিত কৃষকদের সঙ্গে কথা হলে তারা জানান, বাড়িতে জায়গা না থাকায় বাধ্য হয়ে সড়কে ফসল মাড়াই ও শুকানো কাজ করছেন। খানসামায় সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত ঢাবি শিক্ষার্থী রাশেদ মিলন জানান, নিজে যতই সাবধান থাকি আশেপাশের মানুষ যদি সাবধান না থাকে, তাহলে বিপদ হবেই। নির্বিঘ্নে চলাচল ও সড়ক দুর্ঘটনা কমাতে পাকা রাস্তায় খড় শুকানো বন্ধ ও রাস্তার ভাঙাগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন।

 

সর্বশেষ খবর