বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০ ০০:০০ টা

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মার্কেট ভাঙচুর, মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে আলমপুর বাজারে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আতিকুর রহমান রাসেল নামে এক ব্যবসায়ীর মার্কেট ভাঙচুর করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ব্যবসায়ী রাসেলের বাবা প্রায় ৩০ বছর আগে আলমপুর মৌজার ৩৭৩৭ দাগের সাড়ে ৬ শতাংশ জমি ক্রয় করেন। প্রায় সাত বছর আগে ওই জমিতে মার্কেট নির্মাণ করেন। সম্প্রতি আলমপুর গ্রামের লোকমান ও তার ছেলে লিটন জমির দেড় শতাংশ নিজেদের দাবি করে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়। আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে প্রবেশাধিকার নিষেধ করেন। এ অবস্থায় আমরা এলাকায় না থাকাবস্থায় সকালে লিটন ও তার বাবা লোকমান হোসেন প্রায় ১০-১২ জন বিভিন্ন সরঞ্জাম নিয়ে সন্ত্রাসী কায়দায় মার্কেটের দোকানের পিলার, ওয়াল ও সাটারসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। এ ঘটনায় কাজিপুর থানায় মামলা করা হয়েছে। ভুক্তভোগী রাসেল ও তার পরিবার অবিলম্বে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভাঙচুরের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার দাবি জানিয়েছেন।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দন সরকার জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর