বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০ ০০:০০ টা

ব্রিজ ভেঙে ইটবোঝাই ট্রলি নদীতে

আমতলী (বরগুনা) প্রতিনিধি

ব্রিজ ভেঙে ইটবোঝাই ট্রলি নদীতে

বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া ব্রিজ ভেঙে ইট বোঝাই ট্রলি নদীতে পড়ে গেছে। এতে ওই ট্রলির চালক রাসেল ও হেল্পার ইয়াসিন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। ঘটনা ঘটেছে গতকাল সকাল সাড়ে ৮ টার দিকে। জানা গেছে, ২০০৬ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ আমড়াগাছিয়া নদীতে আমড়াগাছিয়া বাজারের সংলগ্ন স্থানে আয়রন ব্রিজ নির্মাণ করে। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে নির্মাণ করায় ব্রিজটি নড়বড়ে ছিল। ১০ বছরের মাথায় ২০১৬ সালে ব্রিজটির মাঝখানের অংশ ভেঙে পড়ে। কুকুয়া এবং গুলিশাখালী ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিক ওই ব্রিজের ভাঙা অংশ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ মেরামত করে। মেরামত করার পরে ওই ব্রিজ দিয়ে বড় যানবাহন চলাচল নিষিদ্ধ করে দেয় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। কিন্তু নিষেধ উপেক্ষা করে ট্রাক ও ট্রলির মালিকরা ওই ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করতে থাকে।

 

সর্বশেষ খবর