বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০ ০০:০০ টা

পার্বত্যাঞ্চলে খাদ্য সহায়তা অব্যাহত

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ের পর পাহাড়। আবার আঁকা-বাঁকা পথ।  কোথাও কোথাও ছড়া- ছোট নদী। কাঁধে খাদ্যের থলে। মাইলের পর মাইল পথ পাড়ি দিতে হচ্ছে পায়ে হেঁটে। রোদ, বৃষ্টি মেঘ উপেক্ষা করে মানব কল্যাণে ছুটে চলেছেন পাহাড়ের এক দল সৈনিক। নিজেদের খাদ্যের একটি অংশ তুলে দিচ্ছেন পার্বত্যাঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের। দুর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে মূলত তাদের এ প্রয়াস।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে ভয়াবহ করোনা পরিস্থিতি মোকাবিলায় দরিদ্র জনগোষ্ঠীর সহায়তা দিতে মাঠে নেমেছে সেনাবাহিনী। কারোর দেওয়া বরাদ্দ নয়, নিজেদের খাদ্যের একটি বিরাট অংশ বাঁচিয়ে বিলিয়ে দিচ্ছেন সাধারণ দরিদ্র মানুষের কল্যাণে। তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বসবাসরত বাসিন্দাদের খাদ্য সংকট দূর করতে প্রায় প্রতিদিন খাদ্যের থলে নিয়ে ছুটে যাচ্ছে সেনা সদস্যরা।

গতকাল সকালেও খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে রাঙামাটির লংগদু সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. মিরাজ হায়দার চৌধুরী উপজেলার সদর ইউনিয়ন, মাইনীমুখ, করল্যাছড়ি ও ইয়ারাংছড়ি এলাকায় বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর ঘরে ঘরে এ খাদ্য সহায়তা   পৌঁছে দেন।

সর্বশেষ খবর