শুক্রবার, ১২ জুন, ২০২০ ০০:০০ টা

দরপত্র ও পে-অর্ডার ছিনতাই!

শেরপুর প্রতিনিধি

শেরপুর নকলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ৩০ লাখ টাকা মূল্যের ওষুধ ও সরঞ্জামাদি ক্রয় সংক্রান্ত টেন্ডারে অংশ নেওয়া এক ঠিকাদারের দরপত্র ও পে-অর্ডার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। নকলা থানায় গতকাল এ ব্যাপারে অভিযোগ করা হয়েছে। গত ৪ জুন দরপত্র জমার নির্ধারিত দিন ছিল। এর দুই দিন পর ৬ জুন  ঠিকাদারের দরপত্র ও পে-অর্ডার ছিনতাই হয়েছে মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ করা হয়। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় গতকাল নকলা থানায় অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সজিব আল হাসান। প্রতিষ্ঠানটির পক্ষে অভিযোগে উল্লেখ করা হয়, নির্ধারিত দিনে নকলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার জমা দিতে গেলে তিনটি লাইসেন্সের দরপত্র ও এনআরবিসি (ধানমন্ডি শাখা) ব্যাংকের ইস্যু করা ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১৮টি পে-অর্ডার ছিনতাই করা হয়। দরপত্র জমা দিতে আসা আব্দুস সবুর রনি বলেন- ঘটনার দিন দুপুরে হাসাপাতাল গেটে যাওয়ার সঙ্গে সঙ্গে কয়েক দরপত্র ও পে অর্ডার ছিনিয়ে নেয়। নকলা থানার ওসি জানান, অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর