শুক্রবার, ১২ জুন, ২০২০ ০০:০০ টা

নাটোরে স্বাস্থ্যবিধির বালাই নেই, বাড়ছে সংক্রমণ

নাটোর প্রতিনিধি

নাটোরে স্বাস্থ্যবিধির বালাই নেই, বাড়ছে সংক্রমণ

নাটোর শহরে গাড়ির জটলা। গতকাল তোলা ছবি

নাটোরে কোথাও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার বালাই নেই। রাস্তা-ঘাট, দোকানপাট, বাজার, পাড়া, মহল্লা সবখানে যে যেভাবে পারছে চলাফেরা করছে। যারা কিছুটা হলেও স্বাস্থ্যসচেতন এমন পিরিস্থিতিতে এতে বিপাকে পড়েছেন তারা। চাইলেও মানুষের ভিড় এড়িয়ে চলা সম্ভব হচ্ছে না তাদের পক্ষে। লোকজনের এমন অবাধ বিচরণের ফলে নাটোরে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ। সরেজমিনে গতকাল জেলার নিচাবাজার এলাকা ঘুরে দেখা যায়, কিছু দোকানের সামনে রাখা হয়েছে হাত ধোয়ার জন্য পাত্র ও সাবান। কিন্তু তা ব্যবহার করছেন না কেউ। অনেকের মুখে নেই মাস্ক। চায়ের স্টল, মুুদি দোকান সর্বত্রই মানুষের ভিড়। নেই সামাজিক দূরত্ব মেনে চলার তাগিদ। পাড়া-মহল্লায় চলছে আড্ডা। তরুণরা দল বেঁধে চলা ফেরা করছে। সর্বত্রই যেন আইন না মানার প্রবণতা। জেলা প্রশাসক শাহরিয়াজ জানান, জনগণকে সচেতন করতে প্রতিদিন শহরে মাইকিং করা হচ্ছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক ব্যবহারে বাধ্য করার জন্য চালানো হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, পুলিশের টিম নিয়মিত তদারকি করছে। এ জন্য জনগণকেও সচেতন হতে হবে। করোনার মতো ভয়ঙ্কর ব্যাধিকে মোকাবিলা করতে জনসচেতনতার বিকল্প নেই।

সর্বশেষ খবর