শনিবার, ১৩ জুন, ২০২০ ০০:০০ টা

বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে মানুষ

নেত্রকোনা প্রতিনিধি

বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে মানুষ

প্রতীকী ছবি

নেত্রকোনায় পিডিবির বিদুৎ বিভ্রাটে অতিষ্ঠ জেলাবাসী। এই করোনাকালে অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও দিনরাত বিদ্যুতের যাওয়া আসায় সমস্যায় পড়েছেন গ্রাহকরা। ভুক্তভোগিদের অভিযোগ, সারাদিনে সাত থেকে আটবার বিদ্যুৎ যাওয়া-আসা করে। গভীর রাতেও থাকে না বিদ্যুৎ। ফলে চুরি ডাকাতির আতঙ্কসহ অস্বাভাবিক গরমের ভোগান্তি পোহান তারা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহার সরকার অংকুর জানান, সবকিছু বন্ধ সময়ে কিভাবে লোডশেডিং হয়। সুশীল সমাজের নেতা কামরুজ্জামান চৌধুরীর অভিযোগ, প্রতিদিনই বিদ্যুৎ বিভ্রাট নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই জেলায় ১৫ মেগাওয়াট চাহিদা রয়েছে। তারমধ্যে শুনলাম সবটাই আছে। তারপরেও কেনো এই বিভ্রাট? স্বাবলম্বী উন্নয়ন সমিতির পরিচালক বেগম রোকেয়া বলেন, আমরা কেউই বুঝতে পারছি না এর কারণ। এখন করোনাকালে ভার্চুয়াল পদ্ধতিতে সভা এবং তথ্য আদান প্রদান করতে হয়। অফিসগুলো তো বন্ধই। তারপরও সাত-আটবার বিদ্যুৎ যায়-আসে। নেত্রকোনা বিদ্যুৎ বোর্ডের প্রকৌশলী মো. রুবেল আহমেদ বলেছেন, ত্রুটিপূর্ণ যন্ত্রাংশের কারণে এই অবস্থা। এটি লোডশেডিং নয়। পুরনো যন্ত্র। তার উপর দীর্ঘদিন কোনো মেরামত নেই।

সর্বশেষ খবর