শনিবার, ১৩ জুন, ২০২০ ০০:০০ টা

খাল দখল করে পাকা স্থাপনা

ফরিদপুর প্রতিনিধি

খাল দখল করে পাকা স্থাপনা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারের সরকারি খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা সুভাষ সাহার বিরুদ্ধে। জানা যায়, সাতৈর বড়নগর ৪৬ নম্বর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত খাল দখল করে এক বছর আগে দেয়াল নির্মাণ করেন সুভাষ। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন তখন দেয়ালটি ভেঙে দেয় এবং সেখানে কোনো প্রকার স্থাপনা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজের প্রতিষ্ঠিত মার্কেটের ব্যবসায়ীদের সুবিধার্থে খালের ওপর ফের দুটি শৌচাগার নির্মাণ করছেন ওই ব্যবসায়ী। এ ব্যাপারে সুভাষ সাহা জানান, হাটে আসা মানুষের সুবিধার জন্য শৌচাগার নির্মাণের উদ্যোগ নিয়েছি। এতে সরকারের আপত্তি থাকলে স্থাপনাটি ভেঙে দেওয়া হবে। সাতৈর বণিক সমিতির নেতা খসরুজ্জামান বলেন, সাধারণ মানুষের সুবিধার কথা বলে খাল দখলের চেষ্টা চালাচ্ছে সুভাষ সাহা। তিনি জানান- মার্কেটে আগে থেকেই বণিক সমিতির চারটি মনোরম শৌচাগার রয়েছে। যা সব সময় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকে। সাতৈর বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ সাইদুর রহমান সজল জানান, সরকারি খাল দখল করে শৌচাগার নির্মাণে বিষয়টি আমার জানা নেই। আমার সঙ্গে সুভাষ সাহা কোনো আলোচনাও করেনি। বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, বিষয়টি আমার জানা ছিল না। সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর