শনিবার, ১৩ জুন, ২০২০ ০০:০০ টা

নেপথ্যে যৌতুকের বকেয়া টাকা

গৃহবধূ শারমিন হত্যা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে গৃহবধূ হাবিবা আকতার শারমিন হত্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে তার স্বামী মোমিনুর রহমান ও শ্বশুর লাল মামুদ। নীলফামারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার বিকালে ১৬৪ ধারায় জবানবন্দী শেষে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার  মোখলেছুর রহমান বিষয়টি জানান। এসপি বলেন, এক বছর আগে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কুষ্ণপুর গ্রামের হাবিল শেখের মেয়ে হাবিবা আকতার শারমিনের সঙ্গে এক লাখ ২০ হাজার টাকা যৌতুকে বিয়ে হয় মোমিনুরের। বিয়ের সময় ৮০ হাজার টাকা পরিশোধ করা হলেও বাকি ৪০ হাজার টাকার জন্য বিবাদ লেগেই থাকতো তাদের মধ্যে। শারমিনের ওপর চালানো হতো নির্যাতন। গত ৯ জুন শারমিনকে শ্বশুর লাল মামুদ পা চেপে ধরে এবং মোমিনুর খাটের রোলার দিয়ে পায়ে আঘাত করে। একপর্যায়ে গলা চেপে ধরে বড় স্টিলের মগ দিয়ে মাথায় আঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে রেফার্ড করে। অ্যাম্বুলেন্সে রংপুরে নেওয়ার পথে মারা যায় শারমিন।

সর্বশেষ খবর