শনিবার, ১৩ জুন, ২০২০ ০০:০০ টা

৭ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ঘর

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাত পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার ‘ঘর’। কাপ্তাই উপজেলার বাসিন্দাদের মধ্যে এ ঘর উপহার দেওয়ার সিদ্ধান্ত হয়। যারা ঘর পাচ্ছেন তারা হলেন- কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিমাচিং মারমা, রাইখালী ইউনিয়নের উইক্য মারমা, চিৎমরম ইউনিয়নের মাএচিং মারমা, কাপ্তাই ইউনিয়নের ভালুক্যা তঞ্চঙ্গ্যা, কাপ্তাই ইউনিয়নের অনিল তঞ্চঙ্গ্যা, ওয়া¹ ইউনিয়নের সুইচা প্রু মারমা  ও রতন তঞ্চঙ্গ্যা। কাপ্তাইর ইউএনও আশরাফ আহম্মেদ রাসেল বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় সারা দেশের ন্যায় পার্বত্যাঞ্চলে যার জমি আছে, ঘর নেই এমন পরিবারগুলোকে ঘর তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চলতি মাসের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

 কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্তসামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেওয়া বিশেষ ডিজাইনের সাতটি ঘর উপজেলার পাঁচটি ইউনিয়নে হতদরিদ্রের জন্য নির্মাণ করা হবে। এ জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।

সর্বশেষ খবর