রবিবার, ১৪ জুন, ২০২০ ০০:০০ টা

এক পলক

সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের শিবালয়ে গতকাল ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শিবালয় সদর উদ্দিন কলেজে এই ক্যাম্পে দুঃস্থ গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। 

সেনাবাহিনী প্রধান-এর দিক নির্দেশনায় এরিয়া সদর দপ্তর সাভার এবং ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় সামাজিক দূরত্ব বজায় রেখে মায়েদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এ সময় গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবার প্রয়োজনীয় সহায়ক সামগ্রী প্রদান করা হয়। দিনব্যাপী এই ক্যাম্পে উপস্থিত ছিলেন  অধিনায়ক ১৫ ইস্ট বেঙ্গল লে. কর্নেল ওয়াদুদ উল্লাহ চৌধুরী, অধিনায়ক ১১ ফিল্ড আম্বুলেন্স লে. কর্নেল ফকরুল আলম, মেজর ফেরদৌস, ক্যাপ্টেন নাজমুল প্রমুখ। -মানিকগঞ্জ প্রতিনিধি

জরিমানা

করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জয়পুরহাটে কঠোর অবস্থানে জয়পুরহাট জেলা প্রশাসন। গতকাল শহরের বিভিন্ন রাস্তায় ও মার্কেটে অভিযান চালিয়ে মাস্ক না পরায় ১৫ জন পথচারী ও দুই ব্যবসায়ীকে  সচেতন করতে  তাদের জরিমানা করা হয়।

-জয়পুরহাট প্রতিনিধি

নারীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্বটিকরা এলাকায় নিজঘরে রোকেয়া বেগম (৬০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার রোকেয়া বেগম মহারাজপুর ইউনিয়নের পূর্বটিকরা গ্রামের মৃত শুকুর্দির স্ত্রী। -চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

হামলার শিকার যুবকের মৃত্যু

নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিপক্ষের হামলায় আহত সুমন মিয়া (২৫) শুক্রবার রাতে ময়মনসিংহ থেকে ঢাকা নেওয়ার পথে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সুমন মিয়া ত্রিয়শী ইউনিয়নের বালালি গ্রামের মৃত সবুজ তালুকদারের ছেলে। শুক্রবার দুপুরে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে পূর্বের মারামারির ঘটনায় আহত হয়ে ভর্তি থাকা নারীকে দেখতে আসলে প্রতিপক্ষের লোকজন এ হামলা চালায়। -নেত্রকোনা প্রতিনিধি

মাস্ক না থাকায় অর্থদন্ড

কুষ্টিয়ার ভেড়ামারায় সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক ব্যবহার না করায় ২১ জনকে ৪ হাজার ৪০০ টাকা অর্থদন্ড দিয়েছেন পৃথক ভ্রাম্যমাণ আদালত। দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত এসব আদালতের নেতৃত্ব দেন ইউএনও সোহেল মারুফ। -কুষ্টিয়া প্রতিনিধি

কর্মশালা

জেলা পর্যায়ে পরিকল্পিত পরিবার গঠন, বাল্য বিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যতœ এবং জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকদের অংশগ্রহণে অবহিতকরণ কর্মশালা গতকাল সিভিল সার্জনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের সহযোগিতায় মাগুরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগ এ কর্মশালার আয়োজন করে। -মাগুরা প্রতিনিধি

ভর্তুকি মূল্যে বীজ পাচ্ছে কৃষক

করোনাকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃষকরা বিনামূল্যে কৃষি প্রণোদনা (সার, ধানের বীজ, ফল-ফসল ও তরি-তরকারির বীজ) পাওয়ার পর এবার ভর্তুকি মূল্যে সরকারি বীজ (ধান) কেনারও সুযোগ পাচ্ছেন। করোনা দুর্যোগকালীন খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে ভর্তুকি মূল্যে কৃষকের কাছে বীজ বিক্রির এ সিদ্ধান্ত নেয় ‘বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন’ (বিএডিসি)। ইতোমধ্যে ডিলারদেরও দেওয়া হয়েছে ভর্তুকি মূল্যে সরকারি বীজ বিক্রির নির্দেশনা।

-বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

বাংলাবান্ধায় কার্যক্রম শুরু

দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় স্বাস্থ্য সুরক্ষা নিয়ম মেনে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। গতকতাল দুপুরে ভুটান থেকে পাথর আমদানির মধ্যদিয়ে এই কর্যক্রম শুরু হয়। এ সময় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্রসাহা, তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা, বাংলাবান্ধা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

-পঞ্চগড় প্রতিনিধি

ইটবোঝাই ট্রাকে ৪০ কেজি গাঁজা

কুমিল্লার চৌদ্দগ্রামে ইটভর্তি ট্রাকের ভিতর থেকে ৪০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে র‌্যাব কুমিল্লা। র‌্যাব কুমিল্লার অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার শুক্রবার বিকালে এ তথ্য জানান।

-কুমিল্লা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর