শিরোনাম
সোমবার, ১৫ জুন, ২০২০ ০০:০০ টা

রাঙামাটির সুবলং বাজারে পুড়ল ৭০ দোকান

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি সুবলং বাজারে অগ্নিকাণ্ডে প্রায় ৭০টি দোকান ঘর পুড়ে গেছে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের এ ঘটনা ঘটে। এতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দেড় কোটি টাকার। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় একটি বসতঘরের চুলা থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের বাজারের স্থানীয় একটি ঘর থেকে প্রথমে আগুন দেখতে পায় এলাকাবাসী। আগুন মুহূর্তে আশপাশের দোকান ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে আসে সেনাবাহিনী ও পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তারা। পরে আগুন ভয়াবহ রূপ নিলে খবর দেওয়া হয় রাঙামাটি ফায়ার সার্ভিসকে। রাঙামাটি শহর থেকে স্পিড বোটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সুবলং বাজারে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বেশ কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও এ আগে পুড়ে যায় বাজারের ৭০টি দোকান ঘর। রাঙামাটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাঙামাটি অঞ্চলের সহকারী পরিচালক রতন কুমার নাথ জানান, কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙামাটি সদর সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. রফিকুল ইসলাম, জুরাছড়ি সেনা জোন কমান্ডার লে. কর্নেল মো. তানবির ইসলাম ও সুবলং সেনা ক্যাম্প কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।

সর্বশেষ খবর