সোমবার, ১৫ জুন, ২০২০ ০০:০০ টা

মাগুরছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণ দাবিতে দূরবন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়ায় গ্যাসকূপে বিস্ফোরণে ক্ষতিপূরণ দাবিতে মৌলভীবাজারে দূরবন্ধন করেছে তেল-গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি। গতকাল শহরের চৌমোহনায় এটি অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে এতে বক্তৃতা করেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, উদীচীর জেলা কমিটির সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী ও বাসদের অনিক চন্দ। ১৯৯৭ সালের ১৪ জুন মাগুরছড়া গ্যাস কূপে বিস্ফোরণে লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রায় ২৫ হাজার গাছ পুড়ে যায়। এতে আশপাশের প্রায় ৮৭.৫০ একর এলাকা ও অনেক জীবজন্তু পুড়ে মারা যায়। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় চা বাগান, বনাঞ্চল, বিদ্যুৎলাইন, রেলপথ, সড়কপথ, পরিবেশ-প্রতিবেশের। পুড়ে যায় উত্তোলনযোগ্য ২৪৫.৮৬ বিসিএফ গ্যাস।

সর্বশেষ খবর