সোমবার, ১৫ জুন, ২০২০ ০০:০০ টা

‘আলেমদের সঙ্গে ছিল শেখ আব্দুল্লাহর হৃদ্যতাপূর্ণ সম্পর্ক’

গোপালগঞ্জ প্রতিনিধি

গওহরডাঙ্গা মাদরাসার মুহাদ্দিস মুফতি উসামা আমীন বলেছেন, শেখ মুহাম্মদ আব্দুল্লাহ ছিলেন জনবান্ধন রাজনীতিবিদ। যেকোনো সমস্যায় মানুষের কাছে ছুটে যেতেন। প্রধানমন্ত্রীর একান্ত আস্থাভাজন হওয়ায় বার বার তাকে নির্বাচনী এলাকার উন্নয়নসহ সব কিছুর দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহর রুহের মাগফিরাত কামনায় গতকাল বাদ জোহর গওহরডাঙ্গা মাদরাসায় কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলে একথা বলেন তিনি।  মুফতি উসামা আমীন বলেন, গওহরডাঙ্গা মাদরাসায় পড়া লেখার কারণে দেশের আলেম-উলামা, পীর-মাশায়েখদের সঙ্গে তার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে তিনি ধর্মীয় সব বিষয়ে আলেম-উলামাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন। তার ইন্তেকালে দেশ একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ হারাল আর আমরা হারালাম হক্কানী আলেম-উলামাদের দরদী বন্ধু।

 এ সময় মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর