সোমবার, ১৫ জুন, ২০২০ ০০:০০ টা

পিসিআর ল্যাব দাবিতে ভার্চুয়াল সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

করোনা নমুনা জমা দেওয়ার ৭ থেকে ১০ দিন পর আসে ফলাফল। ফলে করোনা নমুনা জমা দেওয়ার পর সাধারণ মানুষ ফলাফলের অপেক্ষা না করেই যত্রতত্র ঘোরাফেরা করছে। এতে করে দিন দিন ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে করোনা রোগীর সংখ্যা। রেড জোনে পরিণত হয়েছে কসবা, নবীনগর ও ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা। এ অবস্থার উত্তরণে দ্রুত করোনা নমুনা দিয়ে ফলাফল জানতে এলাকাবাসীর মধ্যে দাবি জোরালো হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পিসিআর ল্যাব প্রতিষ্ঠার দাবিতে ফেসবুকে চলছে ঝড়। একই দাবিতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এ্যাডভোকেসি টিমের উদ্যোগে হয়েছে ভার্চুয়াল সমাবেশ। সমাবেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

সর্বশেষ খবর