সোমবার, ১৫ জুন, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

ট্রলার থেকে খালে পড়ে নিখোঁজ বৃদ্ধ

নেত্রকোনার কলমাকান্দায় বাজার করে ফেরার পথে টুনিয়া খালে ট্রলার থেকে পড়ে ইদ্রিস আলী নামের ষাটোর্ধ্ব এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গতকাল দুপুরে জেলার সীমান্ত কলমাকান্দা উপজেলার দুবড়া কান্দাপাড়ার টুনিয়া খালে এ ঘটনা ঘটে। তিনি কলমাকান্দা সদর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের মৃত- আব্দুল মজিদের ছেলে। -নেত্রকোনা প্রতিনিধি

মির্জাপুরে অজ্ঞাত

ব্যক্তির মরদেহ উদ্ধার

মির্জাপুর ও দেলদুয়ার উপজেলার সীমান্তবর্তী ডুবাইল এলাকা থেকে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লোকটি করোনায় আক্রান্ত ভেবে কেউ ফেলে যেতে পারে বলে পুলিশ ধারণা করছে। গতকাল হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

-টাঙ্গাইল প্রতিনিধি

সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

মানিকগঞ্জে গরিব অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। গতকাল শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের পৃষ্ঠপোষকতায় ৭১ মেকানাইজড ব্রিগেডের ব্যবস্থাপনায় এই ত্রাণ বিতরণ করা হয়। ক্যাপ্টেন মো. তুহিনুর রহমানের নেতৃত্বে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন লে. শাদমান সাকিব, ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন প্রমুখ। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, তেল, লবণ, চিনিসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী।

-মানিকগঞ্জ প্রতিনিধি

কুপিয়ে জখম

গাজীপুরের টঙ্গী বিসিক ৪৫নং ওয়ার্ড শহীদ স্মৃতি স্কুলের পাশে পূর্ব বিরোধের জের ধরে গতকাল  বিকালে  গার্মেন্ট ব্যবসায়ী মনিরকে (২৮) কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। পরে স্থানীয় লোকজন আহত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে উত্তরা লেকভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। -টঙ্গী প্রতিনিধি

সরাইল হাসপাতালে আবারও চুরি!

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও চুরি হয়েছে। গত শনিবার দিবাগত গভীর রাতে নিচতলার অফিস কক্ষ ও কম্পিউটার কক্ষে এ চুরির ঘটনা ঘটেছে। তবে মোটরবাইক, ল্যাপটপ ও সিপিও না নিয়ে শুধু ফাইলপত্র টানাটানি করেছে। তাই জুন মাসে চুরির এই ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। হাসপাতালের ইউএইচও ডা. মো. নোমান মিয়া বাদী হয়ে এ ঘটনায় সরাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

চাচা শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বিক্রির নামে অর্থ আত্মসাতের অভিযোগ এনে চাচা শ্বশুরের বিরুদ্ধে মামলা করেছেন ভাতিজী জামাই। সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নং ওয়ার্ডের নিমাইকাশারী এলাকায় এ ঘটনা ঘটে। বহুতল ভবনের একটি ফ্ল্যাটের বুকিং দেওয়া ১৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছে উল্লেখ করে ওই এলাকার স্থায়ী বাসিন্দা ভবনের মালিক মো. শহিদুল ইসলাম শহিদ কন্ট্রাক্টর ও ম্যানেজারের বিরুদ্ধে আপন ভাতিজী জামাই সাকিবুল হাসান সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। -সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

মদনে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফয়সাল (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার সদর ইউনিয়নে কাপাসাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল একই গ্রামের খোকন মিয়ার ছেলে।

-নেত্রকোনা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর