মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ ০০:০০ টা

সেতু না থাকায় দুর্ভোগ ২০ গ্রামের মানুষের

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিণ চরহামুয়ার বুক চিরে বয়ে গেছে খোয়াই নদী। এই খোয়াই নদী এলাকার ২০ গ্রামের হাজারো মানুষের কাছে এখন এক দুর্ভোগের নাম। দক্ষিণ চরহামুয়া গ্রামের মরহুম ফজর আলী তালুকদারের বাড়ি সংলগ্ন খোয়াই নদীর ওপরে কোনো সেতু নাই। একটি সেতুর অভাবে জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন থেকে পারাপার হতে হয় এই এলাকার অসহায় মানুষগুলোকে।

শুকনো মৌসুমে স্থানীয় লোকজন নিরুপায় হয়ে অস্থায়ীভাবে নির্মিত ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে কোনো রকমে চলাচল করে। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এই সাঁকো দিয়ে। স্কুল, কলেজপড়ুয়া অসংখ্য ছাত্রছাত্রীও চলাচল করে প্রতিদিন। বর্ষাকালে দুর্ভোগ বেড়ে যায় বহুগুণে। তখন তাদের ভোগান্তির শেষ থাকে না। অনেক সময় শিক্ষার্থীরা পা পিছলে নদীতে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হন। গর্ভবতী নারী বা অসুস্থ রোগীকে নিয়ে নদী পার হতে অনেক কষ্ট পোহাতে হয়। এলাকার কৃষকরা তাদের ফসল নিয়ে বাজারে যাওয়ার সময় নদী পারাপার হতে ভোগান্তিতে পড়েন।

সর্বশেষ খবর