মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ ০০:০০ টা

আন্তর্জাতিক নৌ চ্যানেলের সংযোগ খাল পুনরুদ্ধারে অভিযান

বাগেরহাট প্রতিনিধি

আন্তর্জাতিক নৌ চ্যানেলের সংযোগ খাল পুনরুদ্ধারে অভিযান

ভেঙে ফেলা হচ্ছে অবৈধ স্থাপনা

বাগেরহাটের মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের সংযোগ খাল পুনরুদ্ধার অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন। উদ্ধার অভিযানের প্রথম দিনে গতকাল মোংলা উপজেলার কামারডাঙ্গা সরকারি খালের দুই পাশে গড়ে উঠা অবৈধ ৫০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। প্রায় ১০ কিলোমিটার দৈর্ঘ্যরে এ খালের প্রায় ৬ কিলোমিটার খনন করা গেলেও অবৈধ স্থাপনার কারণে বাকি ৪ কিলোমিটার খননে বিঘ্নের সৃষ্টি হয়। যার প্রেক্ষিতে সরকারি খালের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কামারডাঙ্গা খাল ভরাট হয়ে যাওয়ায় খালের জায়গা দখল করে দুই পাড়ে বহুতল ভবনসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন অনেকে। এই অভিযান উদ্ধার চলাকালে নৌবাহিনী, পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আগামী তিন দিন ধরে এ উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড।

সর্বশেষ খবর