মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ ০০:০০ টা

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে সুভাস রায় (৩৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। উপজেলার নীতপুর সীমান্তে গরু আনতে গেলে গতকাল ভোরে ভারতের আগ্রাবাদ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে হত্যা করে। সুভাস পোরশা উপজেলার তুরিপাড়া গ্রামের ভুলু রায়ের ছেলে।  নওগাঁ-১৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল ইসলাম জানান, রবিবার দিবাগত রাতে বাংলাদেশ থেকে ৮-১০ জন রাখাল নিতপুর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়। গতকাল ভোরে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। একপর্যায়ে বিএসএফের তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সুভাষ। ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটনায় লাশ বিএসএফের হেফাজতে রয়েছে। লাশ ফেরত আনতে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।

সর্বশেষ খবর