বুধবার, ১৭ জুন, ২০২০ ০০:০০ টা

এক পলক

বৃক্ষরোপণ কর্মসূচি
গাজীপুরের টঙ্গী সিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মহানগর কৃষক লীগের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করেন মহানগর কৃষক লীগের সভাপতি হেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন মোস্তাফা কামাল, সেলিম খান, মনিরুজ্জামাম প্রমুখ।
-টঙ্গী প্রতিনিধি
তক্ষক পাচারকারী আটক
পটুয়াখালীতে তক্ষকসহ সম্রাট হাওলাদার নামে এক পাচারকারীকে আটক করেছে র?্যাব। গতকাল সদর উপজেলার মধ্য ধরান্দি গ্রামে অভিযান চালায় র‌্যাব। র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রইচ উদ্দিন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ধরান্দি এলাকায় অভিযান চালিয়ে বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করা হয়। এ সময় পাচারের অভিযোগে সম্রাট হাওলাদার নামে একজনকে আটক করা হয়।
-পটুয়াখালী প্রতিনিধি
হাজতির মৃত্যু
শেরপুরে বাদশা আলী (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাদশা ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ দাড়িয়ারপাড় এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। তিনি স্ত্রী হত্যা মামলায় গ্রেফতার হয়ে গত ২৩ এপ্রিল থেকে জেলা কারাগারে ছিলেন। -শেরপুর প্রতিনিধি
টিলা ধসে প্রাণহানি
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে পাহাড়ের টিলার মাটি চাপা পড়ে আমানুল্লাহ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের আলী আকবরপাড়ার বাসিন্দা মুফিজ আলমের ছেলে। সোমবার সন্ধ্যায় হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের আলী আকবর পাড়ায় পাহাড়ের পাদদেশে এ দুর্ঘটনা ঘটে।
-কক্সবাজার প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর