বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০ ০০:০০ টা

গাংনীতে পানিবন্দী গ্রামীণ হাট

মেহেরপুর প্রতিনিধি

গাংনীতে পানিবন্দী গ্রামীণ হাট

মেহেরপুরের গাংনী উপজেলায় জলমগ্ন একটি সাপ্তাহিক হাট

টানা ভারি বৃষ্টির কারণে মেহেরপুরের বিভিন্ন এলাকা ও হাটবাজার পানিবন্দী হয়ে পড়েছে। করোনার কারণে গ্রামীণ জনপদের সাপ্তাহিক, অর্ধসাপ্তাহিক হাটগুলো স্থানান্তর করা হয়েছে স্কুলমাঠগুলোতে। স্থানান্তরিত কয়েকটি হাট পানিতে ডুবে গেছে।  ফলে বিক্রেতা-ক্রেতারা পড়েছে বিপাকে। সরজমিনে স্কুলমাঠে স্থানান্তরিত হাটে গিয়ে দেখা যায়, হাটজুড়ে হাঁটুপানি। পানির মধ্যে বিক্রেতারা পণ্য নিয়ে বসে আছেন। নাসিমা খাতুন নামে এক ক্রেতা পানি ভেঙে সবজি কিনতে না পেরে ফিরে যান।  তিনি জানান, এমন পরিস্থিতিতে হাটে কেনাকাটা করা দুঃসাধ্য। হাটে প্রায় ২০০ বিক্রেতা সবজি নিয়ে বসে থাকলেও ক্রেতা আসতে পারছেন না পানি ভেঙে। মহিলা ক্রেতা একেবারেই নেই। এতে ব্যবসায় মন্দাভাব দেখা দিয়েছে। ভোগান্তির পাশাপাশি লোকশানের আশঙ্কায় পড়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীসহ এলাকাবাসীর দাবি হাট প্রধান সড়কের পাশে স্থানান্তর করার।

সর্বশেষ খবর