বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে খবর

জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ প্রশাসনের

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা শহরতলীর জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। তিন শতাধিক পরিবার এক মাস ধরে পানিবন্দী অবস্থায় থাকার পর গত মঙ্গলবার বাংলাদেশ প্রতিদিনে খবর প্রকাশিত হলে টনক নড়ে প্রশাসনের। বুধবার সকাল থেকে পানি নিষ্কাশনের জন্য বাঁধ কেটে পাইপ বসানোর কাজ শুরু করে বাঁধ বাস্তবায়নকারী সংস্থা উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প (সিইআইপি)। শরণখোলার ইউএনও সরদার মোস্তফা শাহিন জানান, এস্কেভেটর মেশিন দিয়ে থানার ঘাটের পুরনো ড্রেনের মুখ থেকে বাঁধ কেটে পাইপ বসানো হয়েছে। এতে কিছুটা হলেও জলাবদ্ধতা দূর হবে। ইউএনও জানান, মঙ্গলবার বাংলাদেশ প্রতিদিনে সংবাদ দেখে সিইআইপির কর্মকর্তাদের নিয়ে জলাবদ্ধ এলাকা পরিদর্শন করে মানুষের দুর্ভোগের দৃশ্য চোখে পড়ে।

সর্বশেষ খবর