বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০ ০০:০০ টা
মোংলায় সতর্ক সংকেত

পণ্য ওঠানামা বন্ধ বন্দরে

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে অব্যাহত রয়েছে বৃষ্টি। টানা বৃষ্টির কারণে মোংলা বন্দরে অবস্থানরত সার, কয়লা, ক্লিংকার, পাথর, গ্যাসসহ বিভিন্ন পণ্যবোঝাই ১৫টি বিদেশি জাহাজের মালামাল ওঠানামা বন্ধ রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফখরউদ্দিন বলেন, বৃষ্টির কারণে বন্দরে পণ্য বোঝাই-খালাস ও পরিবহন বন্ধ রয়েছে। বৃষ্টি কমলে পুনরায় কাজ শুরু হবে। এদিকে টানা ভারি বর্ষণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি ঢুকে পড়ছে এসব এলাকার ঘর-বাড়িতেও। জেলার বিভিন্ন উপজেলায় বেশকিছু চিংড়ি ঘের তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

সর্বশেষ খবর