বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

পিসিআর ল্যাব দাবি

মাদারীপুরে করোনাভাইরাস টেস্টের পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে  মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। গতকাল রাজৈর উপজেলার বেপারী মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তৃতা করেন কাওসার আলম মিঠু, ইমাম শাহরিয়ার, শাওন করিম ও সুজন হোসেন রিফাত।

-মাদারীপুর প্রতিনিধি

বাল্যবিয়ে বন্ধ

লালমাই উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সপ্তম শ্রেণির এক ছাত্রী বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। গতকাল বাগমারা উত্তর ইউনিয়নের মেহেরকুল দৌলতপুর গ্রামে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন ইউএনও কে এম ইয়াসির আরাফাত। এ সময় ছাত্রীর বাবার কাছ থেকে ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে মুচলেকা নেওয়া হয়। -লালমাই (কুমিল্লা) প্রতিনিধি

কর্মশালা

শেরপুরের নালিতাবাড়ীতে সাঁতার কর্মশালা ও সাপেকাটা রোগীদের চিকিৎসাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বর্ণমালা কমিউনিকেশনের সহযোগিতায় কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা রেহমা সারওয়াত সালাম, আরএমও মেহেদি হাসান প্রমুখ।

-শেরপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর