শুক্রবার, ১৯ জুন, ২০২০ ০০:০০ টা

সড়কে পাঁচ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

সড়কে পাঁচ প্রাণহানি

দিনাজপুর, চুয়াডাঙ্গা, জয়পুরহাট ও ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

দিনাজপুর : বীরগঞ্জ উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে জাহাঙ্গীর আলম ও আবুল হোসেন নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার প্রেম বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর (৩০) নিজপাড়া ইউনিয়নের কাচারীপাড়ার ইব্রাহিম আলীর এবং আবুল হোসেন (৩২) একই এলাকার এমাজ উদ্দীনের ছেলে। চুয়াডাঙ্গা : জীবননগর উপজেলার সন্তোষপুর মোড়ে গতকাল দুপুরে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রী রতনা খাতুন (২২) নিহত হয়েছেন। রতনা জীবননগরের অনন্তপুর গ্রামের ইসমাইল হোসেন রোকনের স্ত্রী। নিহতের স্বামী জানান, দুপুরে অসুস্থ স্ত্রীকে নিয়ে জীবননগরে চিকিৎসকের কাছে যাচ্ছিলাম। পথে রতনা মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে আহত হন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জয়পুরহাট : সদর উপজেলার গুয়াবাড়িঘাটে দুই অটোরিকশার সংঘর্ষে ফারজানা বেগম (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন। হিচমী-পাঠানপাড়া সড়কে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারজানা জয়পুরহাট সদর উপজেলার হারাইল গ্রামের আরমান হোসেনের স্ত্রী। এছাড়া ঢাকার ধামরাইয়ে বুধবার রাতে ট্রাকচাপা পড়েন মোটরসাইকেল আরোহী এক পুলিশ দম্পতি। এতে ঘটনাস্থলে নিহত হন কনস্টেবল লিয়াকত হোসেন। তার বাড়ি ধামরাইয়ের রুপনগর গ্রামে। তার আহত স্ত্রীর নাম লিমা। স্বামী-স্ত্রী দুজনই ডিএমপিতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর