শুক্রবার, ১৯ জুন, ২০২০ ০০:০০ টা

কক্সবাজারে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা

কক্সবাজার প্রতিনিধি

তিন দিনের টানা বর্ষণ ও উজান থেকে আসা ঢলের পানিতে কক্সবাজার জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রামুর বাঁকখালী ও চকরিয়ার মাতামুহুরী নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় বন্যার আশঙ্কা জেগেছে। এছাড়া রয়েছে পাহাড় ধসেরও শঙ্কা। বৃষ্টি ও ঢলের পানি নামতে না পারায় চকরিয়া পৌরসভাসহ উপজেলার কয়েকটি ইউনিয়নের ২০টি গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিবন্দী রয়েছে অর্ধলক্ষাধিক মানুষ। পাশাপাশি ওই সব ইউনিয়নের গ্রামীণ রাস্তা তলিয়ে থাকায় যোগাযোগে বিপর্যয় নেমে এসেছে। এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় মাতামুহুরী নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ বলেন, ইতোমধ্যে উপকূলের মাছের ঘেরের স্লুইস গেটগুলো খুলে দেওয়া হয়েছে। স্ব-স্ব ইউপি চেয়ারম্যানদের সার্বক্ষণিক এলাকার খোঁজখবর নেওয়ার জন্য বলা হয়েছে। পাহাড়ের পাদদেশে অবস্থান করা লোকজনকে সমতলের নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য নির্দেশনা দিয়েছি। বন্যা দেখা দিলে মানুষজনকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলা হয়েছে।

সর্বশেষ খবর