শুক্রবার, ১৯ জুন, ২০২০ ০০:০০ টা

করোনা প্রতিরোধ করবে বিনা তিল

গোপালগঞ্জ প্রতিনিধি

‘বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল তিলের জাত বিনাতিল-২  করোনা প্রতিরোধে মানবদেহে ইমিউনিটি তৈরিতে সহায়তা করে। এ জাতের তিলে ভিটামিন এ, ডি, ই ও কে রয়েছে। এ সব ভিটামিন করোনার বিরুদ্ধে শরীরে  ইমিউনিটি তৈরি করে। এছাড়া এ তিল  ক্যান্সার, হৃদ ও চর্মরোগ প্রতিরোধ করে।’ গোপালগঞ্জ বিনা উপকেন্দ্র কাশিয়ানী উপজেলার জোনাশুর গ্রামে গতকাল কৃষক সমাবেশ ও মাঠ দিবসে এ তথ্য জানানো হয়।

কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি ড. অরবিন্দু কুমার রায়। জুলকার নাইনের সভাপতিত্বে সমবেশে রাজেন্দ্র নাথ রায়, রবিউল ইসলাম আকন্দসহ অনেকে বক্তৃতা করেন।

সর্বশেষ খবর