শুক্রবার, ১৯ জুন, ২০২০ ০০:০০ টা

ময়মনসিংহে হঠাৎ বন্ধ নমুনা সংগ্রহ!

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে গতকাল থেকে বন্ধ হয়েছে করোনাভাইরাস শনাক্তের নমুনা সংগ্রহ ও পরীক্ষা। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নমুনা সংগ্রহ বন্ধ থাকবে। নতুন কিট না আসায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার রাতে সিভিল সার্জনের ফেসবুক অফিসিয়াল পেজে জানানো হয়। সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ঘোষণায় উল্লেখ করা হয়, আগামী দু-এক দিনের মধ্যে এ সমস্যা সমাধান হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত হাসপাতালে নতুন নমুনা না দেওয়ার জন্যও অনুরোধ করা হয়। অপরদিকে গত বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রো বায়োলজি বিভাগের পরীক্ষাগারে কোনো পরীক্ষা হয়নি। কারিগরি ত্রুটির কারণে নমুনা পরীক্ষা করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ডা. চিত্তরঞ্জন দেবনাথ।

সর্বশেষ খবর