শুক্রবার, ১৯ জুন, ২০২০ ০০:০০ টা

চেয়ারম্যানকে তুলে নিয়ে ত্রাণের তালিকায় স্বাক্ষর

আওয়ামী লীগ নেতাসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউপি চেয়ারম্যান রাহাতুল্লাকে তুলে নিয়ে ১২০০ জনের ত্রাণের তালিকায় জোর করে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুর রউফ স্বপনসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। চেয়ারম্যান রাহাতুল্লাহ গাংনীর ইউএনও সেলিম শাহনেওয়াজের কাছে বুধবার বিকালে এ অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা আবদুর রউফ স্বপনের নেতৃত্বে একদল লোক ইউপি চেয়ারম্যানকে তার বাড়ি থেকে তুলে ইউপি কার্যালয়ে নিয়ে আসে। এরপর তাকে ভয় দেখিয়ে ১২০০ জনের তালিকার সরকারি প্যাডে স্বাক্ষর করিয়ে নেয়। কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান জানান, ঘটনাটি উপজেলা ও জেলা নেতাদের জানানো হয়েছে। কোনোভাবেই আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অপকর্ম করতে দেওয়া হবে না। এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত আবদুর রউফ স্বপনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক বলেন, অনৈতিক কাজ করতে গিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণœ করলে সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গাংনীর ইউএনও সেলিম শাহনেওয়াজ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, কাজিপুর ইউপি চেয়ারম্যান ও সদস্যরা স্বাক্ষর করা একটি অভিযোগ থানায় এনেছিল। কিছুটা ত্রুটিপূর্ণ থাকায় তা সংশোধন করতে বলা হয়েছে।

সর্বশেষ খবর