শুক্রবার, ১৯ জুন, ২০২০ ০০:০০ টা

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল

কুড়িগ্রাম প্রতিনিধি

উজানের ঢল আর টানা বৃষ্টির কারণে গত দুই দিন ধরে কুড়িগ্রামের ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্র ও দুধকুমোরসহ ১৬টি নদ-নদীর পানি বেড়েছে। এ সব নদীতীরের চরাঞ্চলের নিম্নাঞ্চলে ঢুকে পড়েছে পানি। ডুবে গেছে নিচু জমির আগাম জাতের সবজি খেত। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, গত ২৪ ঘণ্টায় ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে গিয়ে নিমজ্জিত হয়েছে পাট, ভুট্টা, সবজি খেত ও বীজতলা। কয়েকটি এলাকায় নদী ভাঙনও বেড়েছে। রাজারহাট উপজেলার কামারপাড়ায় ধরলার ভাঙনে দুই দিনে চারটি বাড়ি বিলীন হয়েছে। আরও ৮টি বাড়ি হুমকির মুখে পড়েছে। স্থানীয় ইউপি সদস্য বাকিনুর রহমান জানান, সদর উপজেলার সারডোব এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস দেখা দিয়েছে। ধরলাপাড়ের কৃষক মনিবুর রহমান জানান, উজানের পানিতে আমাদের চরের ভুট্টা খেত ডুবে গেছে। পাটখেত ডুবি ডুবি অবস্থা। বুড়াবুড়ি ইউনিয়নের চর কলাকাটার কৃষক মকবুল মিয়া জানান, হঠাৎ পানি বেড়ে আমাদের কয়েকজন কৃষকের তিন বিঘা জমির পটল, ঝিঙেসহ বিভিন্ন সবজি খেত তলিয়ে গেছে।

সর্বশেষ খবর