শনিবার, ২০ জুন, ২০২০ ০০:০০ টা

ইটভাটার গাড়িতে সড়কের সর্বনাশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ইটভাটার গাড়িতে সড়কের সর্বনাশ

ইটভাটার গাড়ি চলাচলের কারণে বেহাল সড়ক -বাংলাদেশ প্রতিদিন

ইটভাটার মাটি পরিবহনের কারণে রাজশাহীর বাগমারা উপজেলার একটি গ্রামীণ সড়কের সর্বনাশ হয়েছে। ট্রাক থেকে মাটি পড়ার কারণে বৃষ্টিতে পুরো রাস্তাটি কর্দমাক্ত হয়ে গেছে। এতে রাস্তাটি চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়ায় দুর্ভোগ পোহাচ্ছে মানুষ।

বাগমারা উপজেলা সদরের ভবানীগঞ্জ-কেশরহাট মূল রাস্তার মাথাভাঙা থেকে হাটগাঙ্গোপাড়া পর্যন্ত এ সড়কটি দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করেন। বাইগাছা এলাকার একটি ইটভাটায় মাটি পরিবহনের কারণে রাস্তাটির বেহাল দশা হয়েছে। জানা যায়, ইটভাটামালিক ভাটার জন্য ট্রাক দিয়ে বাইরে থেকে মাটি আনছেন। ট্রাক থেকে রাস্তায় মাটি পড়ে স্তূপ হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে বৃষ্টির শুরু হলে রাস্তা দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। এলাকাবাসীর অভিযোগ, প্রতিকার চেয়ে তারা একাধিকবার উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দফতরে ধর্না দিয়েছেন। কিন্তু ভাটামালিকের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। রাস্তায় চলাচলকারী জাবেদ, সোবহান, জোনাব আলী, সোহরাবসহ একাধিক ব্যক্তি জানান, প্রতি বছর ইটভাটার মালিক রাস্তাটির এমন দশা করেন। তারা সরকারি এ রাস্তা জনগণের চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন। এলজিইডির প্রকৌশলী সানোয়ার হোসেন বলেন, রাস্তাটি যাতে নষ্ট না হয়, সেজন্য কয়েকবার পদক্ষেপ নিয়েছেন। ইউএনও শরিফ আহম্মেদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর