শনিবার, ২০ জুন, ২০২০ ০০:০০ টা

করোনাকালে রংপুরে খুনোখুনি বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

করোনাকালে রংপুরে খুনোখুনি বেড়েছে

করোনাকালে রংপুরে খুনোখুনি বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে তিন উপজেলায় প্রতিপক্ষ ও দুর্বৃত্তদের হামলায় চারজনের মৃত্যু হয়েছে। সবশেষ খুনের ঘটনাটি ঘটেছে পীরগঞ্জে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পীরগঞ্জ উপজেলার গাড়াবেড় গ্রামের মমদেল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ওই গ্রামের শমশের আলীর ছেলে। বুধবার রাতে তাকে হত্যা করে পীরগঞ্জ-চতরা সড়কের পাশে মাঠে লাশ ফেলে রাখে। এর আগে গত ১২ জুন রাতে বড় আলমপুর ইউনিয়নের বড় রসুলপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে রুহুল আমীনকে রাস্তা থেকে তুলে নিয়ে পিটিয়ে ফেলে রাখে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে রংপুর মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান। ১৪ জুন গঙ্গাচড়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরিফুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করেছে। এর কিছুদিন আগে মিঠাপুকুরের খোড়াগাছ এলাকায় শামসুল হক ভুট্টো নামে একজনকে প্রতিপক্ষরা পিয়েছে গুরুতর আহত করে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। এ সব বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন বলেন, খুনখারাবি কারোই কাম্য নয়। বিশেষ করে করোনাকালে। আমরা প্রতিটি হত্যার ঘটনা গুরুত্ব দিয়ে দেখছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর