শনিবার, ২০ জুন, ২০২০ ০০:০০ টা

শার্শায় কাঁচা রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ

বেনাপোল প্রতিনিধি

শার্শায় কাঁচা রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের বিলপাড়া সড়কটি দীর্ঘদিন ধরে পাকা না করায় ক্ষুব্ধ এলাকাবাসী ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার বিকালে এলাকাবাসী এই ব্যতিক্রমী প্রতিবাদ জানায়। এলাকাবাসী জানায়, রুদ্রপুর উত্তরপাড়ার লোকজনের বিলপাড়া সড়কটি পাকা করণের দাবি দীর্ঘদিনের। গ্রামের লোকজন দুই দশক ধরে সংসদ সদস্য ও স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের কাছে রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়ে আসছেন। প্রতিবারই তারা প্রতিশ্রুতি দিলেও প্রতিশ্রুতি রাখছেন না। সামান্য বৃষ্টি হলেই হাঁটু কাদা জমে যায় রাস্তায়। ওই কাদাপানি মাড়িয়ে বাজার-ঘাটে যেতে হয় বিলপাড়ার ২ শতাধিক পরিবারের লোকজনকে। শিক্ষার্থীদের পড়তে হয় আরও বেকায়দায়। কাঁচা কাদার কারণে অধিকাংশ শিক্ষার্থীই স্কুলে যেতে পারে না। তাই এলাকাবাসী বৃহস্পতিবার বিকালে রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন। তাদের অভিযোগ চেয়ারম্যান তার নিজের এলাকার অলিগলি পর্যন্ত পাকা করেছেন। অথচ এই রাস্তার দিকে তার কোনো নজর নেই। গ্রামের মেম্বারের বিরুদ্ধেও একই অভিযোগ তাদের। ইউনিয়ন চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু বলেন, বরাদ্দ মিললে দ্রুতই রাস্তার কাজ হবে। প্রথমে ৮০০ মিটারের মতো রাস্তা পাকাকরণ হবে। পরে বাকি কাজ সম্পন্ন হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর