শনিবার, ২০ জুন, ২০২০ ০০:০০ টা

১৩ গ্রামবাসীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি

রাস্তা তৈরিতে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে। কাজ না শেষ হতেই কার্পেটিং উঠে যাচ্ছে। আর এ ঘটনার প্রতিবাদ করায় নিরীহ গ্রামবাসীকে শায়েস্তা করতে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন ঠিকাদার। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকায়। এ মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে গতকাল দুপুরে মানববন্ধন করেছেন এলাকার মানুষ।

দৌলতপুর উপজেলা প্রকৌশলী ইফতেখার উদ্দিন জোয়ার্দ্দার জানান, গ্রামবাসীর অভিযোগ পাওয়ার পর তিনি সরজমিনে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। তিনি বলেন, রাস্তা নির্মাণে ব্যবহার করা উপকরণ সংগ্রহ করে তার মান যাচাইয়ের জন্য জেলা অফিসে পাঠানো হয়েছে। সেখান থেকে ফলাফল পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে গ্রামবাসীর বিরুদ্ধে ঠিকাদারের মামলা প্রসঙ্গে তিনি মন্তব্য করতে রাজি হননি। দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান মামলার কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। তবে কাউকে এখনো গ্রেফতার করা হয়নি। আর বক্তব্য জানতে মামলার বাদী ফিরোজ আহমেদের ফোন নম্বরে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর