শনিবার, ২০ জুন, ২০২০ ০০:০০ টা

শরীয়তপুরে জনস্বাস্থ্য প্রকৌশলীর হাতে দুই সাংবাদিক লাঞ্ছিত

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান মৃদুলের অফিসকক্ষে মাদক সেবনের দৃশ্য ধারণ করায় লাঞ্ছিত করা হয়েছে দুই টিভি সাংবাদিককে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

লাঞ্ছনার শিকার সাংবাদিকরা হলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ ও গাজি টিভির প্রতিনিধি মো. মানিক মোল্লা। পারভেজ বাংলাদেশ প্রতিদিনেরও জেলা প্রতিনিধি।

ডোমসার ইউনিয়নে ২ কোটি টাকায় একটি গভীর নলকূপ স্থাপন প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়ায় নির্বাহী প্রকৌশলীর কাছে বিষয়টি জানার চেষ্টা করেন দুই টিভি সাংবাদিক। বিকালসাড়ে ৪টার দিকে নির্বাহী প্রকৌশলী অফিসে রয়েছেন বলে সাংবাদিক মানিক মোল্লাকে ফোনে জানান। ৫টার দিকে শরীয়তপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর কার্যালয়ে তারা দুজন গাঁজার গন্ধ পান এবং দেখেন প্রকৌশলী সিগারেট খাচ্ছেন। গাজি টিভির মানিক মোল্লা ওই মাদক সেবনের দৃশ্য ক্যামেরায় ধারণের চেষ্টা করেন। এ অবস্থায় ক্যামেরা ছিনিয়ে নেন প্রকৌশলী। এক ঘণ্টার মতো তার অফিসের কলাপসিবল গেট আটকে রাখে মারধর করার হুমকি দেন। জেলা প্রাশাসককে ফোন করলে গেটের তালা খুলে দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর