শনিবার, ২০ জুন, ২০২০ ০০:০০ টা

জলাবদ্ধতার কবলে কোম্পানীগঞ্জ বাজার

কুমিল্লা প্রতিনিধি

জলাবদ্ধতার কবলে কোম্পানীগঞ্জ বাজার

জলাবদ্ধ কোম্পানীগঞ্জ বাজার -বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লার মুরাদনগরে টানা বৃষ্টি ও জলজটে বিপর্যস্ত জনজীবন। তলিয়ে গেছে কোম্পানীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও দোকানের অলি-গলি। ড্রেনের ময়লা-আবর্জনা এবং নোংরা দূষিত পানি এখন রাস্তার ওপর। গত তিন দিনের বৃষ্টির কারণে বাজারের অধিকাংশ সড়ক ডুবে গেছে পানির নিচে। পানিতে পানি থৈ থৈ করছে মার্কেটের বিভিন্ন গলি। গত বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ বাজারের অধিকাংশ সড়কের চিত্র ছিল এটি।  একই সঙ্গে বেহাল অবস্থা কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক ও কোম্পানীগঞ্জ-নবীনগর রোডের। রোডের ওপর পানি জমে থাকায় মানুষ স্বাভাবিক ভাবে চলা ফেরা করতে পারছে না। পানি জমে নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ এই সড়ক। এদিকে বাসটার্মিনালের অবস্থাও অত্যন্ত নাজুক। জেলা পরিষদের পক্ষ থেকে টার্মিনালের ভিতর ইউটার্ন দিয়ে ১৪ ফুট প্রস্ত একটি রাস্তা করলেও প্রায় ৮০ শতাংশ মাঠ ব্যবহারের অনুপোযোগী। খানা খন্দের কারণে সামান্য বৃষ্টিতে পানি জমে থাকে। বাজারের বাইরে কোম্পানীগঞ্জ নবীনগর রোড, নগর পাড় রোড, পল্লী বিদ্যুত রোডসহ বিভিন্ন রোডে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে অপরিকল্পিত, নকশাবহির্ভূত বহুতল ভবন ও বাড়ি-ঘর নির্মাণ করার কারণে পানি জমে থাকে।

 কিছু কিছু জায়গায় রাস্তা ও  ড্রেনের জায়গা অবৈধভাবে দখল করে দোকানপাট ও স্থাপনা নির্মাণ করার কারণে ধীরগতিতে পানি নিষ্কাশন হয় বলে জানান ব্যবসায়ীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর