শনিবার, ২০ জুন, ২০২০ ০০:০০ টা

সন্ত্রাসী হুমকিতে বন্ধ স্পিডবোট এলাকায় উত্তেজনা

পাবনা প্রতিনিধি

সন্ত্রাসী হুমকিতে বন্ধ স্পিডবোট এলাকায় উত্তেজনা

পাবনার কাজিরহাট-আরিচা নৌপথে সন্ত্রাসীর হুমকির মুখে স্পিডবোট চলাচল বন্ধ হয়ে গেছে। প্রতিদিন কাজিরহাট-আরিচা রুটে ২০টি স্পিডবোট চলাচল করতো। এর মধ্যে নয়টি কাজিরহাট এবং ১১টি আরিচা এলাকার। স্পিডবোট বন্ধ করে দেওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কাজিরহাট ঘাট স্পিডবোট মালিক সমিতির নেতারা ডিসি ও এসপির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, পাবনার কাজিরহাট ঘাট দিয়ে খুব সহজে পাবনা, নাটোর, রাজশাহীসহ আশপাশের কিছু জেলার মানুষ রাজধানী ঢাকায় যাতায়াত করে আসছে। এই নৌপথের আধুনিক ও সময় উপযোগী জনপ্রিয় বাহন স্পিডবোট। মালিকরা দীর্ঘদিন ধরে সরকারি নিয়ম মেনে কাজিরহাট-আরিচা নৌপথে স্পিডবোট পরিচালনা করেছে। স্থানীয় সন্ত্রাসীরা সম্প্রতি ঘাট এলাকায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে স্পিডবোট কাউন্টারে হামলা চালিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা স্পিডবোট চলাচল বন্ধ করে দিয়েছে। কাজিরহাট স্পিডবোট মালিক সমিতিরি আহবায়ক রেজাউল হক বাবু জানান, সন্ত্রাসীদের কর্মকান্ডে ঘাটের সুষ্ঠু পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি বলেন- স্থানীয় ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান সরদার ও বেড়া পৌরমেয়র আব্দুল বাতেন ঘাট এলাকা তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সন্ত্রাসী বাহিনী দিয়ে স্পিডবোট মালিকদের নানাভাবে হয়রানি করছেন। বেড়া পৌরমেয়র আব্দুল বাতেন ও ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, কাজিরহাট-আরিচা নৌপথে স্পিডবোট চলাচল বন্ধ হয় নাই। আমাদের স্পিডবোটগুলো তো চলছে। কিছু ব্যক্তি ব্যবসায়িক দ্বন্দ্বে এবং রাজনৈতিক বিরোধে স্পিডবোট মালিক সমিতির নাম ব্যবহার করে প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, অভিযোগ পেয়েছি। বেড়ার ইউএনওকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর