রবিবার, ২১ জুন, ২০২০ ০০:০০ টা

ভাঙা সাঁকো দিয়ে পারাপার

দিনাজপুর প্রতিনিধি

ভাঙা সাঁকো দিয়ে পারাপার

স্বাধীনতার পর থেকে ইছামতি নদীতে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হলেও এক মাস আগে সাঁকোর কিছু অংশ ভেঙে দুর্ভোগে পড়েছে দুই গ্রামের মানুষ। খানসামা উপজেলার আংগারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় ও আলোকডিহি গ্রামের মাঝখানে ইছামতি নদীর খগিনশাহ ঘাটে এই সাঁকোর অবস্থান। গ্রামবাসী জানান, আংগারপাড়া ইউপির ছাতিয়ানগড় গ্রামের ইছামতি নদীর খগিনশাহ ঘাটে দীর্ঘদিন থেকে সাঁকো দিয়ে এলাকার মানুষ পারাপার হয়। শুকনা মৌসুমে সমস্যা কম হলেও বর্ষায় দুর্ভোগে পড়ে তারা। অনেকে সেতু করার আশ্বাস দিলেও কেউ বাস্তবায়ন করেনি। মাস থানেক আগে চলাচলের সাঁকোটির কিছু অংশ ভেঙে পড়ে। এরপর থেকে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে মানুষ। চলাচলের অযোগ্য হলেও জীবিকার তাগিদে ও জরুরি প্রয়োজনে সাঁকোটি ব্যবহার করছে তারা। স্বাধীনতার প্রায় ৫০ বছর হলেও এ অঞ্চলের মানুষের দুর্ভোগ কাটেনি। কৃষকের উৎপাদিত পণ্য সরবরাহের জন্য নদী পার হতে ভোগান্তির শেষ থাকে না। ন্যায্য বাজারমূল্য না পাওয়ায় স্থানীয় চাষিরা ক্ষতির সম্মুখীন হন। আংগারপাড়া ইউপি সদস্য রশিদুল ইসলাম শাহ জানান, স্বাধীনতার পর থেকেই এখানে সেতু চেয়ে আসছি। বিভিন্ন সময় এমপি-মন্ত্রী এসে আশ্বাস দিলেও আজও বাস্তবায়ন হয়নি। নিজেদের প্রয়োজনে চলাচলের জন্য ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দ নিয়ে সাঁকোটি নির্মাণ করা হয়। এটাও প্রতি বছর সংস্কার করতে হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর