রবিবার, ২১ জুন, ২০২০ ০০:০০ টা

ভুয়া সংগঠনের নামে সরকারি অনুদান

ক্ষোভ সাংস্কৃতিক কর্মীদের

ভোলা প্রতিনিধি

ভোলায় অস্তিত্বহীন সংগঠনের নামে সরকারি বরাদ্দ এনে আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে। সম্প্রতি এ ধরনের ৬টি সংগঠনের নামে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে এক লাখ ২০ হাজার টাকা অনুদান এনে গোপনে উত্তোলনের প্রক্রিয়ার বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে সাংস্কৃতিক কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ আছে প্রতি বছর একটি চক্র ঢাকায় বসে অস্তিত্বহীন বিভিন্ন সংগঠনের নামে বরাদ্দ এনে আত্মসাত করে। বঞ্চিত হয় প্রকৃত সাংস্কৃতিক সংগঠনগুলো। জানা যায়, গত ১৫ জুন ভোলা জেলা প্রশাসকের সাধারণ শাখায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে ছয়টি সংগঠনের নাম উল্লেখ করে অনুদান বরাদ্দের চিঠি আসে। ওই চিঠিতে ১৯-২০ অর্থ বছরের বরাদ্দপ্রাপ্ত সংগঠনগুলো হচ্ছে মনপুরা উপজেলার সারেগামা সংগীত নিকেতন ও স্বরলিপি সংগীত শিক্ষা কেন্দ্র। বোরহানউদ্দিনের উদয়ন খেলাঘর, সূর্যতরুণ সাংস্কৃতিক সংঘ ও যুব সংস্কৃতি সংঘ। লালমোহন উপজেলার নবারুন সাংস্কৃতিক সংঘ। লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জাসিম জনি জানান, এ ধরনের সংগঠনের অস্তিত্ব নেই। একই কথা বলেন বোরহানউদ্দিন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাজিব রতন দেন। মনপুরার ইউএনও বিপুল চন্দ্র দাস জানান, মনপুরায় এমন কোনো সংগঠনের অস্তিত্ব নেই। ভোলা থিয়েটারের সভাপতি নাসির লিটন জানান, তারা সারা বছর মাঠে কাজ করেন, অথচ তাদের সংগঠন এসব সুবিধা থেকে বঞ্চিত হন।

সর্বশেষ খবর