রবিবার, ২১ জুন, ২০২০ ০০:০০ টা

বেনাপোল দিয়ে পচনশীল পণ্য আমদানি শুরু

বেনাপোল প্রতিনিধি

দীর্ঘদিন বন্ধ থাকার পর যশোরের বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পচনশীল পণ্য আমদানি শুরু হয়েছে। করোনাভাইরাসের কারণে বাংলাদেশ-ভারতে লকডাউনের কারণে প্রায় তিন মাস এ পথে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। বন্দর সচল হওয়ায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। সরকারেরও রাজস্ব বেড়েছে। আমদানি পণ্যের মধ্যে রয়েছে পিয়াজ, ডালিম, পান পাতা ও মাছ।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, এ সব পণ্য করোনাভাইরাসের কারণে লকডাউনে স্থলপথে ভারত থেকে আমদানি বন্ধ ছিল। করোনা প্রতিরোধে ভারত সরকার পণ্য রপ্তানি বন্ধ রাখে।

সর্বশেষ খবর