রবিবার, ২১ জুন, ২০২০ ০০:০০ টা
যশোর-বেনাপোল মহাসড়ক

চাঁদাবাজি বন্ধে হাইওয়ে পুলিশের তৎপরতা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-বেনাপোল ও যশোর-সাতক্ষীরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধে তৎপরতা শুরু করেছে নাভারণ হাইওয়ে পুলিশ। এ দুটি মহাসড়কে চাঁদাবাজি বন্ধে ইতিমধ্যেই নাভারণ হাইওয়ে ফাঁড়ির পক্ষ থেকে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করা হয়েছে। তারপরও মহাসড়ক ব্যবহারকারী পরিবহন মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সব পক্ষকে এ ব্যাপারে সচেতন করতে এ দুটি মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে মাইকিং করা হচ্ছে। নাভারণ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই টিটু কুমার নাথ বলেন, মাইকিংয়ের পাশাপাশি চলছে অভিযান। মহাসড়কে কেউ কোন প্রকার চাঁদাবাজির শিকার হলে সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানোর জন্যও অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, নাভারণ ফাঁড়ির আওতাধীন গুরুত্বপূর্ণ এ দুটি মহাসড়কের চাঁদাবাজি সহ্য করা হবে না।

সর্বশেষ খবর