সোমবার, ২২ জুন, ২০২০ ০০:০০ টা

বিএনপির ত্রাণবহরে হামলা গাড়ি ভাঙচুর, আহত ১০

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় সুপার সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। শ্যামনগর উপজেলার চুনা ব্রিজের কাছে গতকাল বিএনপির ত্রাণ বহরে এ হামলা হয়। এতে দলটির ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে একটি প্রাইভেট কারসহ কয়েকটি মোটরসাইকেল। বিএনপির অভিযোগ শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজিব হায়দারের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী জানান, তার নেতৃত্বে নেতা-কর্মীরা বেলা ১১টার দিকে শ্যামনগরে আম্ফানে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ নিয়ে গাড়িবহর রওয়ানা হয়। পথে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের চুনা ব্রিজের কাছে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা তাদের ওপর দুই দফায় হামলা চালায়। হামলাকারীরা ১০ নেতা-কর্মীকে পিটিয়ে আহত করে। ভাঙচুর করে একটি প্রাইভেট কার ও ১০টি মোটরসাইকেল। আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার পর সৈয়দ ইফতেখার আলী তার সাতক্ষীরা শহরের কামলনগরের বাড়ির সামনে প্রেস ব্রিফিংয়ে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তিনি দাবি জানান দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজিব হায়দার জানান, হামলার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং বিষয়টি জানেন না। পরে শুনেছেন যারা ত্রাণ দিতে যাচ্ছিল তাদের নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে। এ ব্যাপারে জানতে স্থানীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের মুঠোফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ খবর