সোমবার, ২২ জুন, ২০২০ ০০:০০ টা

সাত দফা দাবি স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকদের

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণসহ সাত দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। অন্য দাবির মধ্যে রয়েছে কোডবিহীন মাদ্রাসা কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নীতিমালা-২০১৮ সংশোধন করে শিক্ষক নিয়োগ, শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থা করা। নীলফামারীতে এ সব মাদরাসার শিক্ষকরা গতকাল দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মনিববন্ধন করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সিরাজগঞ্জে মানববন্ধনে বক্তারা বলেন- জাতীয়করণের আশায়  ৩৪ বছর ধরে বিনাবেতনে চাকরি করছেন এবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। দীর্ঘদিন বেতনহীন এ সব শিক্ষক পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।  ২০১৮ সালের ১৬ জানুয়ারি সরকারের পক্ষ থেকে এ সব মাদ্রাসা জাতীয়করণের আশ্বাস দিলেও আজও তা আলোর মুখ দেখেনি।

সর্বশেষ খবর