সোমবার, ২২ জুন, ২০২০ ০০:০০ টা

সাতক্ষীরায় করোনায় কেউ মারা যায়নি

সবাই সুস্থ হয়ে উঠছেন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জেলায় করোনা উপসর্গে ১৪ জনের মৃত্যুর পর তাদের প্রত্যেকের নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে। এ পর্যন্ত এক হাজার ৪৯৫ জনকে চিকিৎসা দিলেও করোনায় কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ। সাতক্ষীরায় বর্তমানে প্রাতিষ্ঠানিক পর্যায়ে ছয়জন আইসোলেশনে রয়েছেন। তাদের অবস্থার উন্নতি হচ্ছে। করোনা উপসর্গ নিয়ে প্রাতিষ্ঠানিক ও নিজ নিজ বাড়িতে আরও যারা অবস্থান করছিলেন তারা টেলি চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে উঠছেন। সাতক্ষীরা সদর হাসপাতালের ডা. জয়ন্ত কুমার জানান, করোনা আতঙ্ক ধীরে ধীরে কেটে যাচ্ছে। যাদের মধ্যে করোনার উপসর্গ দেখা দিচ্ছে তারা দ্রুত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবা গ্রহণ করছেন। একই সঙ্গে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বেড়েছে।

সর্বশেষ খবর