সোমবার, ২২ জুন, ২০২০ ০০:০০ টা

টান দিলেই উঠে আসছে সড়কে কার্পেটিং

কুষ্টিয়া প্রতিনিধি

টান দিলেই উঠে আসছে সড়কে কার্পেটিং

হাত দিয়ে টান দিলেই উঠে আসছে রাস্তার কার্পেটিং। বহুল প্রতীক্ষিত রাস্তার কাজের এই মান নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনাটি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা হোসেনাবাদ-মথুরাপুর এলাকার। ঘটনার প্রতিবাদ করতে গিয়ে উল্টো ঠিকাদারের লোকজনের রোষের মুখে পড়ছেন স্থানীয়রা। জানা যায়, হোসেনাবাদ স’মিল পাড়া থেকে মথুরাপুর গোহাট পর্যন্ত ১ দশমিক ৭ কিলোমিটার মিটার এই রাস্তার কাজ গত বছরের ২৯ ডিসেম্বর শুরু হয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল চলতি বছরের ১২ মার্চ। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এখন তড়িঘড়ি করে নিম্ন মানের ইট, খোয়া, পাথর এবং বিটুমিন দিয়ে কাজ করা হচ্ছে এলজিইডির নির্বাহী প্রকোশলীর কাছে এমন অভিযোগ করেন এলাকাবাসী।  ঠিকাদার নাসির উদ্দিন বলেন, দৌলতপুর উপজেলা প্রকৌশলী নিজে দাঁড়িয়ে থেকে কাজ দেখছেন। এখানে অনিয়মের কোনো সুযোগ  নেই। দৌলতপুর উপজেলা প্রকৌশলী ইফতেখার উদ্দিন জোয়ার্দার বলেন, রাস্তার কাজে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ পাওয়ার পর তিনি কাজ বন্ধ করে দিয়েছেন।

সর্বশেষ খবর