মঙ্গলবার, ২৩ জুন, ২০২০ ০০:০০ টা

৩৪ বছর বেতনহীন শিক্ষকদের মানবেতর জীবনযাপন

আব্দুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ

জাতীয়করণের আশায় দীর্ঘ ৩৪ বছর বিনাবেতনে চাকরি করছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। বেতনহীন এ সব শিক্ষক পরিবার-পরিজন নিয়ে করুণ অবস্থায় দিনযাপন করছেন। শিক্ষকরা বলছেন, করোনা তাদের ভয়াবহ সংকটে ফেলে দিয়েছে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক আনছারী ও  সাধারণ সম্পাদক আব্দুল বাতেন সেখ জানান, ১৯৭৮ সালের অর্ডিনেন্স ১৭ (২) ধারা অনুযায়ী মাদ্রাসা শিক্ষাবোর্ডের শর্তপূরণ করে ইবতেদায়ি মাদ্রাসা রেজিস্ট্রেশনের মাধ্যমে শিক্ষা প্রদান করে আসছে। ১৯৯৪ সালে একই পরিপত্রে রেজিস্ট্রার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। পরবর্তীতে ধাপে ধাপে প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীকরণ করা হয়। ইবতেদায়ি মাদ্রসাগুলো জাতীয়করণ থেকে বঞ্চিত রয়েছে। বর্তমানে প্রাথমিক শিক্ষকরা ২২-৩০ হাজার টাকা করে বেতন পান। আর শুধু ১৫২৯টি ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক মাসে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পান। বাকি সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা ৩৪ বছর কোনো বেতন-ভাতা বঞ্চিত।

 

সর্বশেষ খবর